জাল্লিকাট্টু দেখতে এসে ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল শিশু-সহ ২জনের

ফের জাল্লিকাট্টুর বলি ২। ষাঁড়ের গুঁতো খেয়ে মৃত্যু হয়েছে এক শিশু-সহ ২ জনের। বুধবার, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গায়। তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টু চলার সময় ষাঁড় কয়েক জনের উপর দিয়ে দৌড়ে চলে যায়। তাতেই গুরুতর আঘাত লেগে মৃত্যু হয়েছে এই দু’জনের।

দক্ষিণের রাজ্যে অত্যন্ত জনপ্রিয় এই খেলায় ঝুঁকির সম্ভাবনা অত্যন্ত বেশি। অতীতে এই খেলা নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। কিন্তু জাল্লিকাট্টু থামেনি। মঙ্গলবারও এই খেলা চলাকালীন আহত হয়েছিলেন অন্তত ৬০ জন মানুষ।

জানা গিয়েছে, জাল্লিকাট্টু শেষ হয়ে যাওয়ার পর ষাঁড়ের মালিকেরা যখন নিজেদের ষাঁড়কে ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় করছেন, তখনই দুর্ঘটনা ঘটে যায়। আচমকাই ষাঁড়গুলি দৌড়তে আরম্ভ করে। তার মধ্যে কয়েকটি ষাঁড় দর্শকদের উপর দিয়ে দৌড়ে যায়। তাতে দর্শকরা আহত হন। তাঁদের মধ্যেই মৃত্যু হয় একটি শিশু-সহ দু’জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =