উত্তপ্ত হয়ে রয়েছে লোহিত সাগর। সেখানে পণ্যবাহী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউথিরা। ইরানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে আমেরিকা। ১১ জানুয়ারি ইয়েমেনে হাউথিদের ঘাঁটিতে হামলাও চালিয়েছে ব্রিটেন ও আমেরিকা। এই প্রেক্ষাপটে হাউথিদের অস্ত্রভাণ্ডার খুঁজে বের করতে গোপন অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী।
সেই অভিযানে নিখোঁজ মার্কিন ফৌজের দুই কমান্ডো। তাঁদের উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নজরদারির পাশাপাশি হাউথিদের অস্ত্রভাণ্ডার খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছিল নেভি সিলস কমান্ডোদের। ওই অঞ্চলে তল্লাশির পর হাউথিদের বড়সড় অস্ত্রভাণ্ডারের খোঁজ পায় তারা। বাজেয়াপ্ত করা হয় সেই সমরাস্ত্র।
নৌসেনার দুই কমান্ডো নিখোঁজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। হুঁশিয়ারি দিয়েছে সমুদ্র তোলপাড় করার। এনিয়ে সেন্টাকমের এক কমান্ডার জানিয়েছেন, “আমাদের দুই কমান্ডো বিশেষ অভিযানে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁদের খুঁজতে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে।