সাধারণতন্ত্র দিবসে জঙ্গি হামলার ছক, বিশেষ অপারেশন বিএসএফ-এর

২৬ জানুয়ারির অনুষ্ঠানে হামলার ছক কষছে পাক জঙ্গিরা। পাকিস্তান রেঞ্জার্স ও আইএসআইইয়ের মদতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। সূত্রের খবর, সাধারণতন্ত্র দিবস ও রামমন্দির উদ্বোধন-সহ আগামী কয়েকদিনে দুটি অনুষ্ঠানে জঙ্গি হামলার ছক কষতে পারে সন্ত্রাসবাদীরা।  সেই জন্য সতর্ক থাকতেই বিশেষ অপারেশন শুরু করেছে বিএসএফ। সেনা সূত্রে খবর, ১৫ দিনের জন্য পাক সীমান্তে বাড়তি সতর্ক থাকবে বিএসএফ। চার রাজ্যের পাক সীমান্তে শুরু হয়েছে ‘অপারেশন সার্দ হাওয়া’। সমস্তরকম নাশকতার ছক বানচাল করতেই শুরু হয়েছে এই বিশেষ অপারেশন।

এমনকী খলিস্তানিদের সঙ্গেও যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক। গোয়েন্দাদের এই রিপোর্ট পেয়েই তৎপর হয়েছে বিএসএফ। পঞ্জাব, রাজস্থান, গুজরাত ও কাশ্মীর-চার রাজ্যের পাক সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। উল্লেখ্য, প্রতি বছরই সাধারণতন্ত্র দিবসের আগে ১০ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয় বিএসএফে। এবার রামমন্দিরের উদ্বোধনের কথা মাথায় রেখেই ১৫ দিনের জন্য বাড়তি সতর্কতা জারি হয়েছে।  গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ২৬ জানুয়ারি গুজরাত থেকে বিপুল পরিমাণে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে। সেই জন্য় ইতিমধ্যেই গুজরাত সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − one =