আগামী লোকসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। নেত্রীর কালীঘাটের বাড়িতে ওই বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলায় দলের সাংসদ বিধায়ক-সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।নবীন প্রবীণ দ্বন্দ ও তা নিয়ে বিতর্কের মাঝে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী ও সবংয়ের বিধায়ক মানস ভুইঞাঁকে সার্বিক ভাবে দুই মেদিনীপুর জেলার সংগঠন দেখভাল করার নির্দেশ দেওয়া হয়েছে। মেদিনীপুর পুরসভায় শাসক দলের কাউন্সিলরদের অভ্য়ন্তরীন বিবাদ মেটাতেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের অভ্যন্তরিন বিষয় কোনও বক্তব্য থাকলে তা দলের ভিতরেই জানাতে নেত্রী নির্দেশ দেন।
বৈঠকের পর মানস বাবু সাংবাদিকদের বলেন, দলে নবীন প্রবীন দ্বন্দ্ব বলে কিছু নেই । দলনেত্রীর নির্দেশ মতো সকলে একসঙ্গে লড়াই করবে।দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস নেত্রী পর্যায়ক্রমের সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের মধ্যে আসন সমঝোতা হবে কিনা, তা নিয়ে অপেক্ষা না করে রাজ্যের ৪২ আসনে প্রার্থী দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রাখছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেক্ষেত্রে যে সব জেলায় গোষ্ঠীদ্বন্ধ তুঙ্গে এবং বিরোধী শিবির শক্তিশালী, সেই সব জেলাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবারের বৈঠকে মেদিনীপুর ও ঘাটাল আসনের প্রার্থী নিয়ে আলোচনার পাশাপাশি দলনেত্রী গোষ্ঠীকোন্দল বন্ধ করা নিয়েও কড়া বার্তা দিয়েছেন। রাজ্যের মন্ত্রী ও সবংয়ের বিধায়ক মানস ভুইঞাঁকে দুই মেদিনীপুর দেখতে বলা হয়েছে।