বর্তমান সময় কর্মক্ষেত্রে বা নানা বিধ কারণে অধিকাংশ পরিবার বা আত্মীয়-স্বজনরা বিদেশে থাকেন। এছাড়াও বিভিন্ন কারণে অনেক ক্ষেত্রেই মৃত্যুর পরেও মৃতদেহ সংরক্ষণে প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এতদিন সাধারণ মানুষকে ছুটে যেতে হত কলকাতা পার্ক স্ট্রিট অঞ্চলে অবস্থিত মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রে। অনেক সময় সেখানে মৃতদেহ সংরক্ষণের স্থান সঙ্কুলন হওয়ার কারণে অনেককেই সমস্যায় পড়তে হত। সেই বাস্তব সমস্যার সমাধানে হল হাওড়া পুরনিগম এলাকাতে। উত্তর হাওড়ার জি টি রোডের ওপর বুধবার সত্যবলা হাসপাতাল অঞ্চলে ১০টি মৃতদেহ সংরক্ষণে স্থান বিশিষ্ট মরদেহ সংরক্ষণ কেন্দ্রর শুভ উদ্বোধন হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া পুর নিগমের প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, স্থানীয় প্রাক্তন পুরপিতা তথা বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য রায়চরণ মান্না সহ অন্যান্যরা। সাধারণ মানুষ হাওড়া পুর নিগমের ওয়েবসাইট অথবা ৯১৬৩৬২৬৩৫০ নম্বরে যোগাযোগ করে সেখানে মৃতদেহ সংরক্ষণের ব্যাপারে সমস্ত তথ্য জানতে পারবেন। এই সংরক্ষণ কেন্দ্রটি দ্বারা হাওড়া ছাড়া পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে বলে মনে করছে হাওড়া পুর নিগম।