ব্র্যাডম্যানের তালিকায় পূজারাও

কেরিয়ারে একশোর বেশি টেস্ট খেলেছেন। বেশ কয়েক বার বাদ পড়েছিলেন। আবার জাতীয় দলে প্রত্যাবর্তনও করেছেন। বিদেশের মাটিতে ভারতের টেস্ট জয়, হারা ম্যাচ বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু-ইনিংসেই ব্যর্থ। সেখানেই যেন দেওয়াল লিখন পরিষ্কার হয়েছিল। রঞ্জি ট্রফিতে ফিরেই ডাবল সেঞ্চুরিতে নতুন মরসুমের খাতা খুললেন চেতেশ্বর পূজারা। প্রথম শ্রেনির ক্রিকেটে কেরিয়ারের ১৭তম ডাবল সেঞ্চুরি করলেন তিনি। রঞ্জি ট্রফিতে অষ্টম ডাবল। রেকর্ডও গড়েছেন।

গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত। তরুণদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন নির্বাচকরা। পাশাপাশি এও জানিয়েছিলেন, পূজারার জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। আদতে যেন দরজা বন্ধই। দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ হয়নি। জাতীয় দলে ফিরতে মরিয়া চেতেশ্বর পূজারা। বেছে নিয়েছিলেন রঞ্জি ট্রফিকেই। প্রথম ম্যাচেই অপরাজিত ২৪৩ রানের অনবদ্য ইনিংস পূজারার ব্যাটে। ঝাড়খণ্ডের ব্যাটাররা দিশেহারা হয়ে পড়েন।

রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরির দিক থেকে এখন দ্বিতীয় স্থানে চেতেশ্বর পূজারা। পারশ ডোগরা ন’টি ডাবল সেঞ্চুরি মেরেছিলেন। পূজারা অষ্টম ডাবল সেঞ্চুরি করলেন রঞ্জি ট্রফিতে। প্রথম শ্রেনির ক্রিকেটে সব মিলিয়ে ১৭টি ডাবল সেঞ্চুরি হল পূজারার। হার্বার্ট র‌্যাডক্লিফ, মার্ক রামপ্রকাশের পাশে এ বার পূজারাও। তিন জনেরই ১৭টি করে ডাবল সেঞ্চুরি প্রথম শ্রেনির ক্রিকেটে। এই দু-জনকে দ্রুতই ছাপিয়ে যেতে পারেন পূজারা।

প্রথম শ্রেনির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। তাঁর রয়েছে ৩৭টি ডাবল সেঞ্চুরি। এরপর রয়েছেন ওয়েলি হেমন্ড (৩৬) ও প্যাটসি হেনড্রেন (২২)। চেতেশ্বর পূজারা কি এই তালিকায় আরও এগোতে পারেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 12 =