দু’দিনের সফরে নেপালে পৌঁছলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছনোর পর নিজের এক্স হ্যান্ডেলে এস জয়শঙ্কর লেখেন, “নমস্তে কাঠমান্ডু।” তিনি আরও লেখেন, “২০২৪ সালে আমার প্রথম সফর হিসেবে নেপালে এসে আনন্দিত।”
নেপালের বিদেশমন্ত্রী নারায়ণ প্রসাদ সাউদের আমন্ত্রণে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দু”দিনের সফরে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন। ভারত-নেপাল যৌথ কমিশনের সপ্তম বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন তিনি। উল্লেখ্য, ভারত-নেপাল যৌথ কমিশন ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উভয় দেশের মন্ত্রীদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সমস্ত দিক পর্যালোচনা করার জন্য একটি মঞ্চ।