একশো দিনে একশো শতাংশ পরিষেবা দেওয়ার নজির দুয়ারে কর্মসূচির

একদিনেই একশো। সদ্য শেষ হওয়া দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা কর্মসূচি শুরু হওয়ার প্রথম দিনেই পাঁচটি প্রকল্পে অনুমোদিত আবেদন পত্রের ১০০ শতাংশ পরিষেবা দেওয়া নিশ্চিত করে নজির গড়ল রাজ্য। গত শনিবার শেষ হয়েছে ২০২৩-এর শেষ দুয়ারে সরকার কর্মসূচি। পূর্ব ঘোষিত সূচি মত মঙ্গলবার রাজ্যে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হল।  সন্ধ্যায় নবান্নের তরফে জানানো হয়েছে ৫ টি প্রকল্পের ক্ষেত্রেই ১০০ শতাংশ আবেদনের নিষ্পত্তি হয়েছে। এই প্রকল্পগুলি হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ,বিদ্যুতের নয়া সংযোগ, বিদ্যুতের বকেয়া ছাড় এবং উদ্যম পোর্টালে নথিভুক্তকরণ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবারে দুয়ারে সরকারে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ৬১ হাজার ১৭০ টি শিবির হয়েছিল। ভ্রাম্যমাণ শিবিরের সংখ্যা৪১,৩৬৫ টি । জানুয়ারির ১ তারিখ পর্যন্ত ৫০ লক্ষ ১১ হাজার ৩২৭ টি আবেদন পত্র নিষ্পত্তি হয়েছে। অনুমোদন পেয়েছে ৪৯ লক্ষ ৯১ হাজার ৬৯০টি। ইতিমধ্যে পরিষেবা দেওয়া হয়েছে ৩৪ লক্ষ ৭৭ হাজার ৪৯৭ জন আবেদনকারীকে। এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ,ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী এবং আধার সংক্রান্ত বিষয় সবচেয়ে বেশি আবেদন পত্র জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 12 =