গত চার মাস ধরে বেপাত্তা চিনের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু। এবার চিনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হলেন সেদেশের প্রাক্তন নৌসেনা প্রধান ডং জুন। শুক্রবার তাঁকে এই পদে নিযুক্ত করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
উল্লেখ্য, গত ২৫ অগস্ট থেকে নিখোঁজ কমিউনিস্ট দেশটির প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু। শোনা গিয়েছিল, অসুস্থতার দোহাই দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও বাতিল করে দিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল জিনপিং প্রশাসন। তার পর তাঁকে মন্ত্রিসভার সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। সেই থেকে এই পদটি শূন্য ছিল। এবার নতুন প্রতিরক্ষা মন্ত্রী পেল বেজিং।
বিশ্বে চিনের আধিপত্য আরও বাড়িয়ে তুলতে মরিয়া জিনপিং। তাই চিনের আইন প্রণেতারা ডং জুনকে নিয়োগ করেছেন।