উত্তর গাজা গুঁড়িয়ে দেওয়ার পর দক্ষিণ গাজা ও ওয়েস্টব্যাংকেও তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। এবার মিশর সীমান্তবর্তী রাফা শহরে বোমাবর্ষণ করল ইহুদি দেশটির বিমানবাহিনী। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন।
মঙ্গলবার রাতভর দক্ষিণ রাফায় অগ্নিবর্ষণ করেছে ইজরায়েল। এই হামলার কথা নিশ্চিত করেছেন সেখানকার স্বাস্থ্য আধিকারিকেরা। মৃতদের মধ্যে রয়েছে ৭ শিশু ও পাঁচ মহিলা । এই ঘটনার পর রাফার এক বাসিন্দা বলেন, চলতি মাসে ইজরায়েলি সেনা নির্দেশ দিয়েছিল প্রাণ বাঁচানোর জন্য এখানে আশ্রয় নিতে। কিন্তু গত কয়েক দিনে রাফায় গোলাবর্ষণ বেড়ে গিয়েছে।
এদিকে, বুধবার হামাস বনাম ইজরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব পাশ হয়েছে। যেখানে অবিলম্বে গাজায় মানবিকতার কারণে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা।