কার্গিল যুদ্ধে মত না দেওয়ায় ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ!

পাকিস্তান, ১০ ডিসেম্বর: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে মত ছিল না পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফের। আর সেই কার্গিল যুদ্ধের পরিকল্পনায় মত না দেওয়ার জন্যই তাঁকে নাকি ক্ষমতাচ্যুত হতে হয়েছিল বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
পাকিস্তানের সাধারণ নির্বাচন আসন্ন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ। তার আগে নওয়াজ শরিফ এই মন্তব্য করায়, তা ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার ইঙ্গিত কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তাঁকে যে বার বার ক্ষমতাচ্যুত হতে হয়েছিল, তার কারণ কী? উত্তর দিতে গিয়ে তিনি ১৯৯৯ সালের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন ও বলেন, ‘আমি কার্গিল পরিকল্পনার কথা শুনে তার বিরোধিতা করি। আমি তাতে সায় দিইনি। পরে আমার কথাই সত্যি বলে প্রমাণিত হলেও আমাকে ক্ষমতা হারাতে হয়।’
জেলবন্দি ইমরান খানকে ‘অনভিজ্ঞ’ বলে কটাক্ষ করে নওয়াজ শরিফ দাবি করেন, তাঁর দল শাসনভার গ্রহণ না করলে অর্থনীতি খাদের কিনারায় পৌঁছে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =