হাওড়া মালিপাঁচঘড়া থানা অন্তর্গত ধর্মতলা বাজারে একটি বহু তল আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার দুপুর নাগাদ ওই আবাসনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে মালিপাঁচঘড়া থানা থেকে লিলুয়া দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে, সেখান থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
এরপর হাওড়া দমকল কেন্দ্র থেকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকলের দুটি গাড়ি মিলে দীর্ঘ এক ঘণ্টার প্রয়াসে আগুন নেভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়ে নিশ্চিতভাবে জানাতে অক্ষম দমকল কর্মীরা। আগুন লাগার পর এই ফ্ল্যাট থেকে দু’জন বয়স্ক বাসিন্দা, দুটি গ্যাস সিলিন্ডার ও একটি পোষ্যকে উদ্ধার করে দমকলের কর্মীরা। সিলিন্ডার কোনোভাবে বিস্ফোরণ হলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলেই মনে করছেন দমকল আধিকারিকরা। আগুনে ওই ফ্ল্যাটের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দমকল সূত্রে খবর।