নেপালের কাঠমান্ডু বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে একজন চোরাকারবারীর থেকে এই সোনা উদ্ধার করে পুলিশ। দু’দিন আগে পাচার হওয়া আট কেজি সোনার তদন্ত চলাকালীন অবস্থায় আবার বৃহস্পতিবার রাত ১১:৫৬ মিনিট নাগাদ ১৪ কেজি সোনা উদ্ধার হয়।পু
লিশ জানিয়েছে, গোর্খা জেলার বাসিন্দা চন্দ্র বাহাদুর ঘাল গত রাত ১১:৫৬ মিনিট নাগাদ দুবাই ফ্লাইট এফজেড ৫৭৩-এ কাঠমান্ডুতে অবতরণ করে। তার তল্লাশি চালিয়ে পুলিশ ১৪ কেজি সোনা উদ্ধার করে। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। চোরাকারবারী চন্দ্র বাহাদুর ঘালের থেকে কাস্টমস দল এই সোনা উদ্ধার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য এক চোরাকারবারী মীন বাহাদুর ঘালকেও কাঠমান্ডুর ধুমবারাহি এলাকা থেকে আটক করেছে পুলিশ। বর্তমানে নেপালে সোনা চোরাচালান বন্ধই হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।