‘পরাজয় থেকে শিক্ষা নিন, রাগ দেখাবেন না..’ শীতকালীন অধিবেশন শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রীর

আজ থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। তিন রাজ্যে ব্যাপক সাফল্যের পরদিনই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সংসদের অধিবেশন শুরুর আগে নতুন সংসদ ভবন চত্বরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তাঁর বার্তা, এই পরাজয় থেকে শিক্ষা নেওয়া দরকার বিরোধীদের। ভোটে হেরে গেলে হতাশা তৈরি হতেই পারে। কিন্তু সেই হতাশা যেন সংসদ ভবনে প্রকাশ না পায়। প্রসঙ্গত, বাদল অধিবেশন থেকে শুরু করে সংসদের বিশেষ অধিবেশন- প্রত্যেকবারই বিরোধীদের প্রতিবাদের জেরে থমকে গিয়েছে সংসদের কাজ। সেই বিষয়ের উল্লেখ করেই কার্যত হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের নাম না করে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংসদের গত অধিবেশনগুলোতে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেন বিরোধীরা। অধিকাংশ সময়ে মুলতুবি করতে হয়েছে অধিবেশন। সেই প্রসঙ্গ টেনে মোদির মত, ‘অধিবেশন শুরুর আগে বিরোধীদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানেই সমস্ত পক্ষের কাছে সহযোগিতা চেয়েছি আমরা। মনে রাখতে হবে, এই সংসদ হল গণতন্ত্রের মন্দির।’

এই প্রথমবার নতুন সংসদ ভবনে পূর্ণ অধিবেশন হবে। অধিবেশন শুরুর আগে টুইট করে সাফল্য কামনা করে টুইট করেন মোদি। তার পরে সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, দেশের উন্নতিতে আগ্রহীদের জন্য বিধানসভার ফলাফল খুবই উৎসাহ দেবে। নেতিবাচকদের একেবারে ত্যাগ করে ফেলেছেন দেশের মানুষ।

তার পরেই বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, ‘বিধানসভা নির্বাচনের ফলাফল আসলে আমার বিরোধী বন্ধুদের জন্য সোনালি সুযোগ। আপনাদের হারের হতাশা এই অধিবেশনে দেখাবেন না। হার থেকে শিক্ষা নিয়ে যদি আগামী দিনে ইতিবাচকভাবে এগিয়ে যান, গত ৯ বছরের নেতিবাচক মানসিকতাকে ঝেড়ে ফেলতে পারেন, তাহলে দেশের মানুষও আপনাদের অন্য চোখেই দেখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =