ফিরহাদের সই জাল করে নিয়োগপত্র! টাকা নিয়ে প্রতারণা, শ্রীঘরে সরকারি কর্মী

চাকরির টোপ ফেলে আর্থিক প্রতারণা!
মন্ত্রী ফিরহাদ হাকিমের সই জাল করে নিয়োগপত্র দেওয়া হয়েছিল এক যুবককে। ধরা পড়ে প্রতারণার অভিযোগে শ্রীঘরে গেলেন সরকারি কর্মী। ঘটনাটি কলকাতার। অভিযোগ, আলিপুর জেল মিউজিয়ামে চাকরির টোপ ফেলে এক যুবকের কাছ থেকে ৩ লক্ষ টাকা নেওয়া হয়। একজন সরকারি কর্মী চাকরি পাইয়ে দেওয়ার টোপটা দিয়েছিলেন। সেই ফাঁদে পা দিয়ে টাকাও দেন যুবক। মেলে নিয়োগপত্র। কিন্তু তা নিয়ে কাজে যোগ দিতে গিয়েই হল গন্ডগোল। সম্প্রতি এক যুবক আলিপুর জেল মিউজিয়ামে চাকরিতে যোগ দিতে চান। তার কাছে ছিল একটি নিয়োগপত্রও। ওই নিয়োগপত্র দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের। সরাসরি পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে জেল মিউজিয়াম কর্তৃপক্ষ যোগাযোগ করে। সাফ জানান মন্ত্রী, এই নিয়োগের ব্যাপারে কিছুই জানেন না তিনি। আলিপুর থানাকে তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। চাকরিপ্রার্থী বুঝতে পারেন, চাকরি দেওয়ার নামে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এর পর তিনি প্রতারক সম্পর্কিত বিস্তারিত তথ্য দেন পুলিশকে। তিনি জানান, তিন লক্ষ টাকার বিনিময়ে ফিরহাদ হাকিমের সই করা নিয়োগপত্র তাঁর হাতে দেয় প্রতারক। পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী। রাতেই শুরু হয় তল্লাশি। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
ফিরহাদ হাকিমের সই, সিলমোহর নকল করে কলকাতা পুরসভায় চাকরি বিক্রির অভিযোগ ওঠে। লক্ষ লক্ষ টাকা প্রতারণা চক্রের খোঁজ পায় নিউ মার্কেট থানার পুলিশ। সেই চক্রের সঙ্গে আলিপুর জেল মিউজিয়ামে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনার কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =