এবার ভালো ফলনের আশায় পেঁয়াজ চাষ কৃষকদের

নিজস্ব প্রতিবেদন, কালনা: কথায় আছে আশায় বাঁচে চাষা, সেটাই সত্যি হল পূর্ব বর্ধমানের কালনায়।
পরপর দু’বার লোকসানের মুখ দেখার পর, এবার ঘুরে দাঁড়াতে ফের পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছে কালনার পেয়াজ চাষিরা, চাষিদের আশা, এই মরশুমে ভালো ফলন হবে ও তাঁরা লাভের মুখ দেখবেন। সেই আশায় বিঘার পর বিঘা পেঁয়াজ চাষ করে তাঁর পরিচর্যা করছেন কৃষকরা।
কৃষকদের দাবি, চাষের জমিতে হাড়ভাঙা পরিশ্রম করে পরপর দু’বছর ভালো পেঁয়াজের ফলন ফলিয়েও বাজারে লাভের কোনও অংশ আসেনি তাঁদের কাছে। চড়া দামে সার, কীটনাশক ও সেচ এমনকি খেত মজদুরদের পেছনে যা খরচ হয়েছে, বাজারে ফসল বেচে হতাশ হতে হয়েছে কালনার কয়েকশো কৃষককে। নাসিকের পেঁয়াজ বাজারে আসায় অনেকটাই কমে যায় দাম। সেই সুযোগ নিয়ে কৃষকদের পেঁয়াজ কম দামে কিনে প্রতিযোগিতার বাজারে পরে আকাশছোঁয়া মূল্যে সাধারণ মানুষদের কাছে পেঁয়াজ বিক্রি করেন ফোড়েরা। কিন্তু স্থানীয় কৃষকরা দাবি করেন, তাঁদের ফলানো পেঁয়াজ বাইরে পাঠানো হোক। তাতে ভালো লাভের মুখ দেখবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − six =