হাওড়া : বালিটিকুরি এনএসআইসিটি ট্রেনিংয়ে গত দু’বছর ইলেকট্রিশিয়ান বিষয়ে পড়াশোনার জন্য বিহার থেকে এসেছিলেন সাহিল রাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুন মাসে তার ট্রেনিং শেষ হয়ে যাবার কথা।
মঙ্গলবার বিকালে সাবান মেখে স্নান করতে নামার সময় ট্রেনিং সেন্টারের ভেতর থাকা পুকুরে তলিয়ে যায় সাহিল। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে খবর দেওয়া হয় দাসনগর পুলিশ থানায়।
পুলিশ ঘটনাস্থলে এসে পুকুরে জাল ফেলে খোঁজার চেষ্টা করে। হদিস পাওয়া যায় না সাহিলের। পরে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী এসে সাহিলের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় দাসনগর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা দিবাকর মল্লিক জানান, সন্ধ্যেবেলা তারা জানতে পারেন একজন স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে। এরপর তাকে খুঁজতে লোক নামে জলাশয়ে। তিনি জানান, তার চার-পাঁচ জন বন্ধু থাকলেও সে একাই স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয় পুকুর থেকে।