বাঁকুড়া শহরে ফের ডেঙ্গির থাবা, আক্রান্তের খোঁজ মিলতেই তৎপর পুরসভা

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া শহরে ফের থাবা বসাল ডেঙ্গি। একধাক্কায় আক্রান্তের সংখ্যা ছুঁল ৩৩। এর মধ্যে সাত নম্বর ওয়ার্ডেই ৬ আক্রান্তের খোঁজ মিলেছে। পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে আসরে নামল বাঁকুড়া পুরসভা ও স্বাস্থ্য দফতর।
বাঁকুড়া পুরসভায় ডেঙ্গির হানা নতুন নয়। গত বছর বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি কার্যত মহামারীর আকার নিয়েছিল। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল প্রায় তিনশো। এবার বর্ষার শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ দেখা দেয় ১৯ নম্বর ওয়ার্ডে। কিন্তু গতবছর থেকে শিক্ষা নিয়ে শুরুতেই পদক্ষেপ করে পুরসভা ও স্বাস্থ্য দফতর। আর তাতে ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও শহরের অন্যত্র একে একে বাড়তে থাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বাঁকুড়া সাত নম্বর ওয়ার্ডে রীতিমত শিবির করে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করে পুরসভা। জ্বরে আক্রান্ত ১২ জনের রক্তের নমুনা পরীক্ষা করে ওই ওয়ার্ডে ৬ জনের শরীরে ডেঙ্গির সংক্রমণের নমুনা পায় পুরসভা। এরপরই আসরে নামে বাঁকুড়া পুরসভা ও স্বাস্থ্য দফতর। যৌথ ভাবে এলাকায় অভিযান চালানো হয়। পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালায়। বাড়িতে কেউ জ্বরে আক্রান্ত আছে কিনা বা বাড়িতে কোথাও জমা জল রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুরসভার স্বাস্থ্য কর্মীরা। এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকমতো করার পাশাপাশি পুরসভার তরফে ঝোপ জঙ্গল পরিস্কারের কাজও শুরু করা হয়েছে। পুরসভার আশা এই পদক্ষেপের ফলেই ডেঙ্গির বাড় বাড়ন্ত রুখে দেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seven =