কয়েকদিন আগেই তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অটক জেলে ঠাঁই হয়েছে তাঁর। কিন্তু গারদে দিন কাটাতে প্রাণ ওষ্ঠাগত ইমরানের। আইনজীবীর কাছে তিনি জানিয়েছেন, তাঁকে যে সেলে রাখা হয়েছে সেখানে দিনে মাছি ভনভন করছে, রাতে পোকামাকড় বেরচ্ছে।
পাকিস্তানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, পিটিআই চেয়ারম্যান তাঁর আইনজীবীকে বলেছেন তিনি জেলে থাকতে চান না। তিনি জানিয়েছেন, আমাকে এখান থেকে বের করুন। আমি জেলে থাকতে চাই না। গত সোমবার ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন তাঁর আইনজীবী নাইম হায়দার পানজোঠা। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জেলে সাক্ষাতের পর নাইম জানান, এটি তৃতীয় শ্রেণির জেল। পরিষেবার মান খুব খারাপ। তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছেন। সেলে মাছি ও পোকামাকড়ের উৎপাতের অভিযোগ জানিয়েছেন ইমরান। তবে পানজোঠা এটাও জানিয়েছেন, জেলে যতই অসুবিধা হোক না কেন, যদি সারাজীবন কারাগারের পিছনে থাকতে হয় থাকবেন, কিন্তু মাথা নত করবেন না।