কলকাতা থেকে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবার শুধুমাত্র নাম রয়েছে যাদবপুরের। তালিকা থেকে ছিটকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছর এই তালিকায় আট নম্বরে ছিল সিইউ অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে এবারও সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ধরে রেখেছে আইআইএসসি বেঙ্গালুরু। সার্বিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবারও সেরা হয়েছে আইআইটি মাদ্রাজ। সেখানে সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় বাংলা থেকে রয়েছে একমাত্র আইআইটি খড়গপুর। আর সেরা দশ কলেজের তালিকায় রয়েছে বাংলার ২টি কলেজ। সেন্ট জেভিয়ার্স এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সোমবার ২০২৩-এর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং (RANKING) ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ র্যাঙ্কিং (RANKING) ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষা ও বিদেশ বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। সেখানেই উঠে আসে এই ছবি।
প্রসঙ্গত, ২০১৬ সালে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ব়্যাঙ্ক দেওয়ার এই প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই সময় ৩,৫০০টি শিক্ষা প্রতিষ্ঠান এই র্যাঙ্কিং (RANKING) প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। আট বছর পর, অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮,৬৮৬-এ। শিক্ষাদান, শেখা এবং সংস্থান, গবেষণা এবং পেশাদারি অনুশীলন, স্নাতক স্তরের ফলাফল, এবং অন্তর্ভুক্তি এবং উপলব্ধি এই বিষয়গুলির ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে পরপর রাখা হয়। এরই ভিত্তিতে এদিন মোট ১২টি বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানগুলির কে কোথায় দাঁড়িয়ে তার তালিকা প্রকাশ করা হয়। এই ১২টি বিভাগ হল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, কলেজ, ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ফার্মেসি কলেজ, আর্কিটেকচার প্রতিষ্ঠান, ডেন্টাল কলেজ, আইন ও গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি শিক্ষা প্রতিষ্ঠান এবং সার্বিক বিচারে সেরা প্রতিষ্ঠান।
এনআইআরএফ র্যাঙ্কিং (RANKING) ২০২৩ অনুসারে ২০২৩-এর দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলি হল,
১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরু (আইআইএসসি বেঙ্গালুরু)
২. জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)
৩. জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়া দিল্লি
৪. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
৫. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)
৬. মনিপাল আকাদেমি অব হায়ার এডুকেশন
৭. অমৃত বিশ্ব বিদ্যাপীঠম
৮. ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি (ভিআইটি)
৯. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)
১০. হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়
পাশাপাশি দেশের সেরা ১০ কলেজগুলি হল,
১. মিরান্ডা হাউস, নয়া দিল্লি
২. হিন্দু কলেজ, নয়া দিল্লি
৩. প্রেসিডেন্সি কলেজ, চেন্নাই
৪. পিএসজিআর কৃষ্ণম্মল কলেজ ফর উইমেন, কোয়েম্বাটোর
৫. সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
৬. আত্মারাম সনাতন ধর্ম কলেজ, নয়া দিল্লি
৭. লোয়োলা কলেজ, চেন্নাই
৮. রাম কৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, কলকাতা
৯. কিরোরি মল কলেজ, নয়া দিল্লি
১০. লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন, নয়া দিল্লি