গত ৩১ মার্চ শুরু হয়েছিল আইপিএলের ১৬ তম অধ্যায়ের। জমকালো অনুষ্ঠান দিয়ে। গুজরাতের আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলা শুরুর আগে মঞ্চে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া ও রাশ্মিকা মান্ধানারা। এবার সেই পথে হেঁটেই আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানেও চমক রাখা হয়েছে। আগামী কাল, ২৮ মে রবিবার মোতেরা স্টেডিয়ামেই আইপিএলের ফাইনাল। মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। তার আগে ও ইনিংস ব্রেকের মাঝে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইপিএলের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২৮ মে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে। পারফর্ম করবেন র্যাপার কিং ও নিউক্লিয়া। তারপরে ইনিংসের বিরতির মাঝে পারফর্ম করবেন গায়িকা জোনিতা গান্ধী ও র্যাপার ডিভাইন। তবে এই ঘোষণার পর কিছুটা হতাশ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকের ধারণা ছিল এবারের আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে হয়ত আরও বড় কোনও তারকাকে আনা হবে৷ তবে কাল কিন্তু সকলে তাকিয়ে আছে ভারতের অন্যতম সেরা অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’ এর দিকে৷ মাহি কি পারবে পাঁচ বার আইপিএল জিতে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ছুঁতে৷ আবার নজর থাকবে হার্দিকের গুজরাট টাইটান্সের দিকেও, তারা কি আবির্ভাবেই পর পর দু’বার চ্যাম্পিয়ন হবে কিনা তা জানার জন্য৷ এটাও সত্যি যে প্রায় দু’মাস ধরে চলা এই জমকালো প্রতিযোগিতা শেষের মুখে৷ এই ভেবেই বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর মন কিন্তু ভারাক্রান্ত৷