এসএসবি-র হেড কনস্টেবলকে গ্রেপ্তার ইডি-র

এসএসবি-র এক হেড কনস্টেবলকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধাকিরারিকেরা। ধৃতের নাম সুকুমার কামালিয়া। ইডি-র তরফ থেকে এও জানানো হয়েছে যে, সুকুমার কামালিয়া ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ইডি-তেই সিপাই পদে ছিলেন। ওই সময়ে ইডি-তে তাঁকে ডেপুটশনে পাঠানো হয়েছিল। আর এই ইডি-তে থাকাকালীন-ই ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর গত ১৬ এপ্রিল তাঁকে গ্রেপ্তারের পর বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাঁকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং কেসে ২৯ এপ্রিল পর্যন্ত ইডি-র হেপাজতের নির্দেশ দেন।
এদিকে ইডির তরফ থেকে জানানো হয় যে, ইডি-তে থাকাকালীন কলকাতার এক কফি শপে এক ভুয়ো অভিযান চালান তিনি। এরপর কফি শপের ওই মালিকের কাছে নিজের মোবাইল থেকে একটি ভুয়ো শমনও প্রেরণ করেন ধৃত সুকুমার কামালিয়া। এরপর কফি শপের মালিকের কাছ থেকে ১০ লক্ষ টাকা চানও তিনি। এরপই ওই কফি শপের মালিক যোগাযোগ করেন কলকাতার ইডি-র দপ্তরে। সেখানেই ধরা পড়ে এটি ভুয়ো। দ্রুত ঘটনায় তদন্তে নামেন ইডি-র আধিকারিকেরা। এরপরই ওই সমনের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় বর্তমানে এসএসবিতে কর্মরত হেড কনস্টেবল সুকুমারকে। ভুয়ো সরকারি নথি তৈরি এবং ভুয়ো ইডি-র হানাদারি সহ টাকা তোলার এই ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে আদালতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + nine =