প্রতিবন্ধী যুবকের হাতে খুন আর এক প্রতিবন্ধী যুবক

হরিহরপাড়ায় পরকীয়ার জেরে প্রতিবন্ধী যুবকের হাতে খুন আর এক প্রতিবন্ধী যুবক। উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তাকে তুলে দেয় পুলিশের হাতে। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হরিহরপাড়া থানার শিবনগরে। মৃত মূক ও বধির যুবকের নাম রিপন মালিথা (২২)। অভিযুক্ত প্রতিবন্ধী যুবকের নাম ইমরান শেখ। ঘটনাস্থলে রয়েছে হরিহরপাড়া থানার পুলিশ। হরিহরপাড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিপন মালিথার স্ত্রীর সঙ্গে ইমরান শেখ বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এই নিয়ে দু’জনের মধ্যে রেষারেষি ছিল। মাস খানেক আহে ইমরান শেখ রিপনের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসীরা সালিশি সভা ডেকে রিপনের স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে ও ইমরানকে সাবধান হতে বলে। প্রতিবেশীদের বক্তব্য ইমরান ফের আশক্ত হয়ে পড়ে রিপনের স্ত্রীর ওপর। দু’জনের মধ্যে ফের গোপন সম্পর্ক স্থাপন হয়। তাই নিয়ে ফের দু’জনের মধ্যে বিবাদ বাধে। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে রিপন মণ্ডলকে কোপায় ইমরান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত গ্রামিবাসীরা ইমরানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শারীরিক অক্ষম ইমরান পালাতে না পারায় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =