সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সদ্য রবিবার দিল্লির আবগারী নীতি ঘিরে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই। তারপর তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এরপরই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মণীশ। তবে সেখান থেকেও আম আদমি পার্টির নেতার সিসোদিয়ার বিরুদ্ধে আসে বড় ধাক্কা। মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দে. সুপ্রিম কোর্ট। মণীশ সিসোদিয়ার আইনজীবী অভিষেক মনু সিংভিকে আদালত জানিয়েছে, এই আবেদন নিয়ে হাইকোর্টে যেতে। সেখানেই যা আইনত পদ্ধতি রয়েছে, তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে মণীশ সিসোদিয়ার পক্ষের আইনজীবীকে।