বাড়ছে গরম, স্বস্তি নেই এখনই

কলকাতা: এপ্রিল শুরুর আগেই গরমে নাজেহাল তিলোত্তমা। বৃষ্টির দেখা নেই। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও নেই। রোদের তেজে, মাত্রাতিরিক্ত গরমে কাহিল হয়ে পড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তারই মধ্যে রাজ্যের পশ্চিমাঞ্চলের ৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই পাঁচটি জেলা হল-পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। শুক্র ও শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা সেখানে।

তবে ছিটেফোঁটা বৃষ্টি পেলেও পেতে পারে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫টি জেলায়। বৃহস্পতিবার প্রখর রোদের তেজেই দিনের শুরু হয়েছে কলকাতায়, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গরমের সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 19 =