ব্যারাকপুর : গ্রামবাসীদের সঙ্গে সংযোগ বাড়াতে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা অনুযায়ী শনিবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা অফিসে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গ্রামের মানুষদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এবং তাদের অভাব-অভিযোগ শুনতে গ্রামে গ্রামে যাবেন রাজ্যের মন্ত্রীরা ও নেতারা। এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ ও মদন মিত্র-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক শেষে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন গ্রামের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে। আগামী একমাস তাঁরা গ্রামের মানুষের সঙ্গে সময় কাটাবেন। তাদের কাছ থেকে সুখ-দুঃখের কথা শুনবেন। আগামী ২রা জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি। এটা শহরের সঙ্গে গ্রামের মেলবন্ধনের একটা প্রয়াস।