আমরণ অনশনে হবু চিকিৎসকদের সঙ্গে এবার তাঁদের বাবা-মায়েরাও

এবার আরও বাড়তে চলেছে কলকাতা মেডিক্যাল কলজে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের রেশ। কারণ,বৃহস্পতিবার অভিভাবকদেরও এক প্রতীকী অনশনের ডাক দিলেন আন্দোলনকারী ছাত্ররা। এর পাশাপাশি বিক্ষোভরত ছাত্ররা শনিবার একটি নাগরিক কনভেনশনের ডাক দিয়েছে তাদের আন্দোলনের সমর্থনে।অর্থাৎ এটা স্পষ্ট যে, ছাত্র স‌ংসদ বা স্টুডেন্টস ইউনিয়ন  নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখনও আন্দোলনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনকারী ছাত্ররা। গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসেন সেখানকার পাঁচ ছাত্র। তাঁদের মধ্যে এক ছাত্র গত সোমবার গুরুতর অসুস্থ হয়ে মেডিক্যাল কলেজেরই ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তবে সেইদিন থেকে আরও দুই ছাত্র এই অনশনে শামিল হন। প্রসঙ্গত ২২ ডিসেম্বর ছাত্র সংসদের ভোট করবে বলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ প্রথমে জানালেও, পরে তারা মত বদলান। কলেজ কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি লাগবে। এরপরই চিকিৎসক ছাত্রদের একটি বড় অংশ গত সপ্তাহের সোমবার থেকে মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপার-সহ কলেজ কাউন্সিলের সদস্যদের ঘেরাও করেন। পরবর্তীতে ঘেরাও প্রত্যাহার করলেও অবিলম্বে ছাত্র সংসদ করানোর দাবিতে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালীন অনশনে বসে ছাত্ররা। এরই মাঝে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী হাসপাতালে এসে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ছাত্রদের অনশন তুলতে আবেদন করেন। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। বরফ গলেনি কলেজ কর্তৃপক্ষ আর অনশনকারী ডাক্তারী পড়ুয়াদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =