হাওড়া: পূর্ব রেলের হাওড়া কারশেডের দুর্ঘটনার পর এবার দক্ষিণ পূর্ব রেলে ঘটলো দুর্ঘটনা। শনিবার হাওড়ার সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কাজ করার সময় ঘটে এই বিপত্তি | কর্মরত অবস্থায় পা পিছলে দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকার নীচে ঢুকে যান ইয়ার্ডের এক রেলকর্মী। এদিকে আচমকাই ট্রেনটি সামনে গড়িয়ে যায়। রেলের চাকাতেই পিষ্ট হন কর্তব্যরত কর্মী অফারাহীন খান। ঘটনাস্থলেই প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হয়ে দক্ষিণ পূর্ব রেলের কর্মী আফরাহীন খানের দেহ| এরপরই তড়িঘড়ি করে ওই জখম কর্মীকে সাঁতরাগাছি রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অত্যাধিক রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে ওই কর্মীর বলেই অভিমত চিকিৎসকদের| শনিবারের এই দুর্ঘটনায় ব্যাপক শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পরে দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি রেল ইয়ার্ডে।
দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে তার পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। মৃত কর্মীর দেহ রেলের নিয়ম অনুযায়ী ওই কর্মীর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলেই দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর।
উল্লেখ্য গত মাসের ১১ তারিখ হাওড়া কারশেডে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল এক রেলকর্মী শভি মণ্ডলের। কারশেডের কাছে ট্রেনে ধাক্কায় মৃত্যু হয়েছিল তাঁর । রেললাইন মেরামতির কাজ করার সময় একটি আপ লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েছিলেন তিনি। মৃত্যু হয়েছিল তাঁর।

