হানিট্র্যাপের শিকার দিল্লির ক্রিকেটার, ধৃত ৩

বিধাননগর: হানিট্রাপের শিকার দিল্লির ক্রিকেটার। আর এই ঘটনায় পুলিশের জালে শুভঙ্কর বিশ্বাস, ঋষভ চন্দ্র, শিবা সিংহ নামে তিন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত নভেম্বরের ১ তারিখে। তবে এই ক্রিকেটার কলকাতায় আসেন গত ২৯ অক্টোবর। এরপর একটি ডেটিং সাইটে গিয়ে আলাপ হয় একজনের সঙ্গে। ফোনও করেন। এরপর দু’জনের মধ্যে কথাবর্তা হওয়ার পর নভেম্বরের ১ তারিখ বাগুইআটির ৪৪ নম্বর বাসস্ট্যান্ডে আসতে বলা হয় ওই ক্রিকেটারকে। সেখান থেকে চার যুবক তাঁকে একটি জায়গায় নিয়েও যান। সেখানেই বেশ কয়েকজন যুবতীর ছবি দেখানোও হয় তাঁকে। তার মধ্যে থেকে ক্রিকেটারের পছন্দসই একজনের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থাও করা হয়। আর এখানেই শুরু আরও বড় সমস্যার। এই ঘনিষ্ঠ সময়ের বেশ কিছু মুহূর্ত ধরা হয় ভিডিওতো। আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওযার হুমকিও দেওযা হয়। সঙ্গে এও বলা হয় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়ানো বন্ধ করতে গেলে দিতে হবে মোটা অঙ্কের টাকা। সেদিনই ৬০ হাজার টাকা, সোনার চেন আর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ওই ক্রিকেটারের। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার নামে টাকার চাহিদা আরও বাড়তে থাকে। এরপরই বাগুইআটি থানায় যোগাযোগ করেন ওই ক্রিকেটার। এরপরই ঘটনার তদন্তে নেমে বাগুইআটি আর জগৎপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃতদের সোমবার বারাসত আদালতে তোলা হবে। এদিকে বিধাননগর পুলিশর উচ্চপদস্থ আধিকারিকেরাও তদন্ত করে এই ঘটনায় জড়িয়ে রয়েছে আর কতজন। পাশাপাশি পুলিশ তদন্ত করে এও জানতে পেরেছে এই ঘটনা প্রথম নয়। এর আগে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আর তাতে আত্মসাৎ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা। তবে তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে রাজি নন বাগুইআটি থানার পুলিশ আধিকারিকেরা। কারণ, মূলচক্রী পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =