ধর্ম-সম্প্রদায়ের বেড়া ভেঙে ছটে সম্প্রীতির নজির

দুর্গোৎসব, দীপাবলির পর শুরু হল ছট পুজো। সূর্য্য পুজোর মাধ্যমে কঠিন ব্রত পালন করার প্রচলন আছে বিহার ও উত্তর প্রদেশের মানুষের মধ‍্যে। বাংলাতেও বসবাসকারী বিহার ও উত্তরপ্রদেশের মানুষজন নিয়ম মেনেই ছট পুজো করেন।

বাংলায় যেমন দুর্গাপুজোয় মাতেন সমস্ত ধর্ম, সম্প্রদায়ের মানুষজন। তেমনই ছটপুজো ঘিরেও সম্প্রীতির তেমন নজির দেখা যায় বাংলায়।বর্তমানে আরও বেশি করে ছট পুজোয় অন্যান্য সম্প্রদায়ের মানুষ সামিল হচ্ছে। হাওড়ার টিকিয়া পাড়ার মুসলিম পাড়ায় বেশ কিছু মুসলিম পরিবারও প্রতিবেশীদের দেখাদেখি ছট পুজোর ব্রত করেন। তেমনই কিছু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের হাতে পুজোর সামগ্রী ফল, মূল, নতুন বস্ত্র তুলে দেওয়া হয় মুসলিম পাড়া ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের সম্পাদক অজিত বাবু বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ তিনি বলেন, ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারির অনুরোধে এগিয়ে এসেছেন।
পাশাপাশি হাওড়া দাসনগর এলাকার আর এক  সমাজসেবী সাগর সিংও এগিয়ে আসেন। ছট পূজোয় ব্রতী হওয়া মানুষদের পাশে থেকে নতুন বস্ত্র, খাদ্য সামগ্রী ফলমূল তুলে দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + two =