গাজা, ২৪ ডিসেম্বর: গাজার একটি বাড়িতে ইজরায়েলের সেনা বোমা ফেলায় একই পরিবারের ৭৬ জন সদস্য প্রাণ হারালেন। এঁরা লতায়-পাতায় একই পরিবারের সদস্য।
এতদিনের যুদ্ধে গাজায় এত বড় ধরনের হামলার নজির তেমন নেই বলে দাবি করলেন গাজার অসামরিক প্রতিরক্ষা বিভাগের অন্যতম মুখপাত্র মাহমুদ বাসাল। শনিবার এই বাড়িটিতে বোমা পড়ে বলে জানা তিনি। মাহমুদ জানান, মৃত ৭৬ জন রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন প্রকল্পের বর্ষীয়ান কর্মী ইসাম আল-মুঘ্রাবির পরিবারের লোক। ইসামও মারা গিয়েছেন ওই হামলায়। হামলার ফলে আল-মুঘ্রাবি পরিবারের কর্তাব্যক্তি ১৬ জনের প্রাণ গিয়েছে। শিশু এবং বহু মহিলাও মারা গিয়েছেন হামলায়।
রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন সংস্থার প্রধান আখিম স্টেইনার বলেন, ‘ইসাম ও তাঁর পরিবারের এ ভাবে মৃত্যু মর্মান্তিক। এটি আমাদের কাছে বিরাট বড় ক্ষতি। রাষ্ট্রপুঞ্জ এবং সাধারণ মানুষকে এ ভাবে নিশানা করা যায় না। যুদ্ধ শেষ হওয়া উচিত।’ যদিও যুদ্ধে প্রাণহানির জন্য ইজরায়েল হামাসকেই শুরু থেকে দায়ী করছে।