মালদায় উদ্ধার ৭৩২ গ্রাম ব্রাউন সুগার, গ্রেফতার দুই মহিলা–সহ তিন পাচারকারী

মালদা : মালদা জেলার রথবাড়ি মোড়ের কাছে ৭৩২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিলিগুড়িগামী বাসে দুই মহিলা সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মালদার পুলিশ সুপার প্রদীপ যাদব বুধবার জানিয়েছেন, ধৃত সাবিনা খাতুন (৩২), সামিমা বিবি (৩০) এবং জিয়াউল্লাহ হক (৪০), কালিয়াচক থানা এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে ২১সি/২৭এ/২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই মহিলা মাদক পাচারের কাজে ব্যবহার করছিলেন, যা বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য খুচরা বাজারে প্রায় ৭০ লাখ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের অন্যান্য সহযোগীদের সম্পর্কে জানতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + sixteen =