কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযানের পরই ব্যবস্থা প্রশাসনের। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে বন্ধ ৬টি রেস্তোরাঁ। বৃহস্পতিবার দুপুরে ওই রেস্তোরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে খবর, অগ্নি সুরক্ষা বিধি না মানায় রেস্তোরাঁগুলি সিল করে দেওয়া হয়েছে। যদিও রেস্তোরাঁ
কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ”প্রশাসনের তরফে বলা হচ্ছে, সিলিন্ডার সারি সারি দাঁড়িয়ে রয়েছে তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কাছে লাইসেন্স রয়েছে। সেনসার লাগানো রয়েছে। গ্যাসের সামান্য গন্ধ পাওয়া গেলেই ফায়ার অ্যালার্ম বাজছে। আগুনের ফুলকি দেখলেই অগ্নি নির্বাপণ যন্ত্র কাজ করতে শুরু করবে।”
এ দিন বড়বাজারের মেছুয়ায় গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন অগ্নিকাণ্ড ঘটা হোটেলটি ‘সিল’ করে দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলির ক্ষেত্রেও কি তেমন কোনও পদক্ষেপ করা হবে? প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, পুরসভা, পুলিশ এবং দমকল একসঙ্গে আলোচনায় বসবে রেস্তোরাঁগুলির সঙ্গে। ওই বৈঠকেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মমতা।
বস্তুত, বড়বাজার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, অনেক জায়গাতেই দোকানের মধ্যে প্লাস্টিক এবং রাসায়নিক মজুত করে রাখা হয়। প্রশাসনের তরফে নিষেধ করা হলেও কিছু ক্ষেত্রে কথা শোনা হয় না বলে জানিয়েছিলেন মমতা। বড়বাজারের ওই হোটেলেরও আপৎকালীন ব্যবস্থার অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “ইমার্জেন্সির জন্য সব সময় বিকল্প ব্যবস্থা রাখা উচিত। ইমার্জেন্সিতে যারা বিকল্প রাখে না, তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি ভীষণ টাফ। এ ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ!”

