ইজরায়েলি হানা রাফায়, প্রাণ কাড়ল ৩৭ জন প্যালেস্তিনীয়র

ইজরায়েলি হানায় প্রাণ কাড়ল ৩৭ জন প্যালেস্তিনীয়র। স্থানীয় সময় সোমবার ভোরে হামাসের ডেরা থেকে উদ্ধার করা হয় দুই ইজরায়েলি পণবন্দিকে। তার পরেই দক্ষিণ গাজার রাফায় হামলা চালায় ইজরায়েলি সেনার তিন বাহিনী।অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে ইজরায়েলি হানায়। আহতের সংখ্যা ১২।

সোমবার সকালে যখন ইজরায়েল হামলা চালিয়েছে তখন ঘুমিয়ে ছিলেন সকলেই। আচমকা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা জানিয়েছেন, দুটি মসজিদ ছাড়াও আমজনতার বসতবাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। ইজরায়েলের ট্যাঙ্ক, বিমান ও জাহাজ- সবদিক থেকেই হামলা হয়েছে রাফায়।

গত বুধবারই প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠীর তরফে দেওয়া যুদ্ধ থামানোর প্রস্তাবে না করে দিয়েছেন নেতানিয়াহু। নিজের সিদ্ধান্তেই অনড় তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =