নদিয়া : লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের। বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাকদায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। তৃতীয় যুবককে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর।
শিমুরালি মোল্লাপাড়াতে একটি জলসার অনুষ্ঠান শেষে তাঁরা রাত সাড়ে বারোটা নাগাদ মোল্লাপাড়া থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় চাকদহে যাত্রাপুরের মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় বছর চব্বিশের ওয়াসিম মণ্ডল ও আঠারো বছরের জনক শেখের। শুক্রবার সকালে হাসপাতালে মারা যান শেখ শরিফুল। তাঁর বয়স ২০ বছর। তিনজনই হরিণঘাটার বিরহী পাঁচপোতা এলাকার বাসিন্দা।

