দিল্লি মহিলা কমিশনের ২২৩ কর্মীকে ছাঁটাই করলেন লেফ্টেন্যান্ট গভর্নর

দিল্লি মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে ছাঁটাই করলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই কর্মীদের বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় মূল অভিযুক্ত কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ মনে করা হচ্ছে গভর্নরের এই কড়া নির্দেশিকায় চাপ বাড়ল আপ-এর।

এদিন রাজ্যপালের নির্দেশিকা জারি করেন মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক। সেখানে উল্লেখ করা হয়েছে, ডিসিডব্লুউ অ্যাক্টে ৪০টি পদের অনুমোদন ছিল। বাকিদের অনুমোদন ছাড়াই নিয়োগ করা হয়েছিল। সেই কারণেই তাঁদের ছেঁটে ফেলা হল। এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, স্বাতীকে বারবার বলা হয়েছিল যে নিয়োগের বিষয়ে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে। সেই অনুমতি ছাড়াই ২২৩ জনকে দিল্লি মহিলা কমিশনে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

স্বাতী মালিওয়াল দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন। চলতি বছরের জানুয়ারিতে আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে। এরপর স্বাতী কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 12 =