আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। বিশ্বকাপে দলের নেতৃত্বের ব্যাটন থাকবে রোহিত শর্মার হাতে। বিশ্বকাপে ‘হিটম্যান’-এর ডেপুটি লোকেশ রাহুল। তবে বিশ্বকাপের জন্য যে ১৫ জনের দল ঘোষণা করা হল, সেই ১৫ জনের দলে নেই মহম্মদ শামি। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে বাংলার পেসারকে।
এশিয়া কাপ থেকে ব্যর্থ হয়ে ফিরেছে ভারতীয় দল। সুপার ফোরে উঠলেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতীয়রা। ম্যাচের মোক্ষম সময়ে ভারতীয় বোলাররা দিগভ্রষ্ট হয়েছেন। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের মোক্ষম সময়ে অতিরিক্ত রান দিয়ে ফেলেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় বোলিং বিভাগ শক্তিশালী করার জন্য অনেকেই ভেবেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরানো হবে মহম্মদ শামিকে। তিনি ফিরলে দলের বোলিং শক্তি বাড়ত, এ বিষয়ে কোনও সন্দেহই নেই। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফেলে ম্যাচ ফস্কেছিল ভারত। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হাতের ক্যাচ ছেড়েছিলেন অর্শদীপ সিং। বিস্তর লেখালেখি হয়েছিল তাঁকে নিয়ে। বিতর্কও কম হয়নি তাঁকে ঘিরে। যদিও বাঁ হাতি বোলার কিন্তু মন্দ বোলিং করেননি।
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওভার করার জন্য রোহিত শর্মা বল তুলে দিয়েছিলেন অর্শদীপের হাতে। পাকিস্তানের বিরুদ্ধে প্রবল চাপের মুখে উইকেটও তুলে নেন অর্শদীপ শেষ ওভারে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে তিনি জেতাতে পারেননি ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও শেষ ওভারে নজর কাড়েন অর্শদীপ। এশিয়া সেরা শ্রীলঙ্কাকে থামিয়ে রাখতে পারেননি তিনি। কিন্তু তাঁর ইয়র্কার নজর কাড়ে। বুমরাহ যে ফিরবেন জাতীয় দলে তা জানাই ছিল। সেই নিরিখে বিচার করলে তাঁর প্রত্যাবর্তন চমকের নয়। উইকেট কিপার হিসেবে রয়েছেন ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক। এশিয়া কাপ চলাকালীন চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁকে পাওয়া যাবে না টি-টোয়েন্টি বিশ্বকাপে।
ঘোষিত দল– রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবি অশ্বিন, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।