বাংলাদেশ ফেরার চেষ্টা, নদিয়ার সীমান্তে গ্রেফতার ১১ অনুপ্রবেশকারী

নদিয়া : শনিবার রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই গ্রেফতার ১১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার হাঁসখালি সীমান্ত এলাকা থেকে তাঁদের পাকড়াও করা হয়। তাঁরা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন বলে অভিযোগ।

বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আবহে অনুপ্রবেশকারীরা আতঙ্কে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন সীমান্ত পেরিয়ে। রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ ফেরার আগে পুলিশ, বিএসএফ জওয়ানদের হাতে পাকড়াও হচ্ছেন অনুপ্রবেশকারীরা। এবার সেই আবহে শনিবার রাতে নদিয়ার হাঁসখালি সীমান্ত এলাকায় পাকড়াও হলেন ১১জন অনুপ্রবেশকারী। ওই এলাকার অদূরেই ভারত-বাংলাদেশ সীমান্ত।

রবিবার হাঁসখালি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সীমান্ত এলাকায় জনা কয়েক পুরুষ, মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। তাঁরা কেউই স্থানীয় নন। অপরিচিতদের এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। খবর দেওয়া হয় হাঁসখালি থানায়। কিছু সময়ের মধ্যে পুলিশ গিয়ে তাঁদের পাকড়াও করে জেরা শুরু করে। তাঁদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তাঁদের সঙ্গে ছিল না ভারতের কোনও বৈধ পরিচয়পত্রও। পরে জেরায় স্বীকার করেন, তাঁরা অনুপ্রবেশকারী। দীর্ঘদিন আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। কাজের সূত্রে তাঁরা বিভিন্ন জায়গায় গিয়েওছিলেন।

এসআইআর শুরুর পর ধরা পড়ার ভয়ে লুকিয়ে বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিলেন। সেজন্য রাতে সীমান্তের ওই এলাকায় জড়ো হওয়া। এরপরই পুলিশ তাঁদের গ্রেফতার করে। ওই দলে ৬ পুরুষ ও ৫ জন মহিলা আছে। রবিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। সীমান্ত এলাকায় বিএসএফ কড়া নজরদারি চালাচ্ছে। পুলিশ-প্রশাসনও সজাগ রয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twelve =