নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: জয়পুরের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের একটি কর্মসূচিতে একের পর এক তৃণমূল নেতৃত্ব বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ করেন। কেউ বললেন লম্পট, কেউ বললেন মাতাল, চরিত্রহীন। তবে এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত সাংসদকে উদ্দেশ করে এলাকার মা বোনেদের নিদান দেন, সৌমিত্র খাঁ এলাকায় গেলে মুড়োর ঝাঁটা হাতে নিয়ে প্রশ্ন করবেন ১০০ দিনের টাকা, আবাস প্রকল্পের টাকা কোথায় গেল। সব মিলিয়ে লোকসভা ভোট যতই কাছে আসছে, ততই যেন গরম হচ্ছে রাজ্য রাজনীতি, নেতাদের মুখে ফুটছে কুকথার ফুলঝুরি!
তৃণমূলের এই মন্তব্যে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, ‘তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার আগে আর্তনাদ শুনতে পেলেন, আর মুড়ো ঝাঁটা নিয়ে বলছে, ওরা এখন টিভি খুললেই দেখতে পাচ্ছে সন্দেশখালির মহিলারা এখন কী নিয়ে বেরচ্ছেন। তাই ওঁরা চোখে মুড়োর ঝাঁটা দেখতে পাচ্ছেন।’