রাজ্য সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে রাজপথে বিজেপি

কলকাতা: আজ ২ মে। একটা বছর পিছিয়ে গেলে, এই দিনে এই রাজ্যে উড়েছিল সবুজ আবির। তৃতীয় বারের জন্য বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। একবছর পর এই দিন থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াল পদ্ম শিবির। কলকাতার রাজপথে পা মেলালেন গেরুয়া শিবিরের নেতারা। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সকলেই একসঙ্গে রাস্তায় নামলেন।
সোমবার কলকাতায় গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প মহামিছিলের ডাক দিয়েছিল বিজেপি। ২০২১ সালের আজকের দিনেই জয়ী হয়ে সরকার গড়েছিল মমতার দল। তবে বিজেপি নেতৃত্ব এই দিনটিকে ‘ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি’ হিসেবেই দেখছে। সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে এদিন শুরু হয় মিছিল। শেষ হয় রানি রাসমণি রোডে এসে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের সুর চড়াতে ১৫ দিন ধরে ম্যারাথন কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপির। মঙ্গলবার দুপুর ১ টা থেকে গান্ধি মূর্তির পাদদেশে অনশন সত্যাগ্রহ কর্মসূচিতে বসবে বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে ভোট পরবর্তী হিংসাতে নিহতদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করবেন দলের বিধায়ক ও সাংসদরা। ৪ মে , ৬ মে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর বঙ্গ সফরের পর ৭ মে শহিদ সম্পর্ক অভিযান রয়েছে বিজেপির। ওই সময়ে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে বঙ্গের পদ্ম নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 15 =