রবিনসন স্ট্রিটের ছায়া এবার নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ইছাপুর বিধানপল্লিতে। বুধবার রাতে নোয়াপাড়া থানার পুলিশ ৬৫ বছরের কৃষ্ণা ঘোষের পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বোনের দেহ আগলে বসেছিলেন দাদা রবীন্দ্রনাথ ঘোষ ওরফে বাবলু। ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রদীপ বসু জানান, ঘোষ বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। ওইদিন সন্ধেয় স্থানীয়রা তাঁকে জানান। তিনি নোয়াপাড়া থানায় খবর দেন। পুলিশ এসে কৃষ্ণা ঘোষের দেহ উদ্ধার করে। সেইসঙ্গে মৃতার দাদা বাবলুকে পুলিশ উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। প্রদীপ বাবুর দাবি, দাদা-বোন দুজনেই মানসিক ভারসাম্যহীন। মৃতার পড়শি অরূপ দেবনাথ জানান, আগে ওনারা ভালোই ছিলেন। কিন্তু বয়স বাড়তেই ওনাদের মানসিক সমস্যা দেখা দেয়। পাড়ার লোকজনের সঙ্গে ওনারা তেমন মেলামেশা করতেন না। এমনকি ওনারা খুব একটা বাড়ির বাইরে বের হতেন না। অরূপবাবু জানান, বুধবার সন্ধে থেকে ওই বাড়ির আশপাশে পচা দুর্গন্ধ বের হতে থাকে। তখনই এলাকার লোকজনের সন্দেহ হয়। রাতে পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ওনার দাদা ঘরেই ছিলেন। স্থানীয়দের অনুমান, তিন-চার দিন আগে ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।