শতরূপের বিরুদ্ধে কুণালের মানহানির মামলা গ্রহণ আদালতের

দুই রাজনৈতিক দলের দুই ‘ঘোষ’-এর বাকযুদ্ধে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কুণাল ঘোষ বনাম শতরূপ ঘোষের বাকযুদ্ধ এক ভিন্ন মাত্রাও দিয়েছে বঙ্গ রাজনীতিকে। প্রথমে কুণাল ঘোষের টুইট শতরূপের ২২ লাখ টাকার গাড়ি নিয়ে। তারই পাল্টা উত্তর দিতে গিয়ে আলিমুদ্দিন থেকে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় বাম নেতা শতরূপ ঘোষকে। এই সাংবাদিক বৈঠক থেকে শতরূপের এক ব্যক্তিগত স্তরে কুণাল ঘোষকে আক্রমণ করায় বেজায় চটেন তৃণমূল মুখপাত্র তথা শাসক দলের রাজ্য সম্পাদক। এরপই মানহানির মামলা করেন তিনি। এরপরই বুধবার সেই মামলাটি গ্রহণ করে আদালত। শুধু তাই নয়, মামলাটি বিচারযোগ্যও বলে মনে করছে আদালত। বুধবার এই মর্মে নির্দেশ দেন, কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এদিকে সূত্রে খবর, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বুধবার এজলাসে উপস্থিত ছিলেন। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী।
প্রসঙ্গত, সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লাখ টাকার গাড়ি থাকায় নীতিগত প্রশ্ন তোলেন কুণাল। কুণালের প্রশ্ন ছিল, সিপিএমের মতো একটি দল, যারা সর্বহারার কথা বলে, তাদের দলের একজন হোলটাইমারের ‘২২ লাখ টাকার গাড়ি চাপার শখ’ হয় কী করে তা নিয়েই। কুণালের এই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা আক্রমণ শানিয়েছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। সেই আক্রমণের সময় শতরূপ যে ভাষা ব্যবহার করেছেন, তাতে কুণাল ঘোষের সম্মানহানি হয়েছে বলে দাবি তৃণমূল মুখপাত্রর। এই নিয়ে কুণাল ঘোষ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করবেন তিনি। প্রসঙ্গত, শতরূপ ঘোষ অবশ্য পাল্টা বলেছিলেন, ‘কুণাল ঘোষের মন্তব্যের জন্য যা বলার আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। ৭২ ঘণ্টা কেন, ৭২ সেকেন্ডের মধ্যে উনি মামলা করুন। কোর্টে দেখা হবে।’ যদিও একইসঙ্গে শতরূপ ঘোষ আরও জানিয়েছিলেন, কুণাল ঘোষকে আক্রমণ করার সময় ‘টেস্টটিউব বেবি’ শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার করায় তিনি লজ্জিত। বলেছিলেন, ‘এটা অবৈজ্ঞানিক কথা। এটা বলা আমার উচিৎ হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =