ফের বড়সড় দুর্ঘটনা রেলে। ওভারহেড তারে কাজ করতে গিয়ে তড়িদাহিত হয়ে মৃত্যু হল ছয়জনের। সোমবার ঘটনাটি ঘটে পূর্ব মধ্য রেলওয়ের ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেলওয়ে ক্রসিংয়ে। সূত্রে খবর, হাওড়া-নয়াদিল্লি রেলরুটে ধানবাদ এবং গোমো স্টেশনের মাঝামাঝি এই নিচিতপুর গেট। সেখানেই ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারে এদিন সকাল থেকে কাজ চলছিল। সূত্রের খবর, হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আচমকাই চলে আসেন ছয়জন কর্মী। আর তাতেই ঘটে বিপত্তি। তড়িদাহিত হয়ে ঝলসে যায় তাঁদের শরীর। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এই দুর্ঘটনার জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। দাঁড়িয়ে যায় হাওড়া-নয়াদিল্লি রুটের ট্রেন। বন্ধ হয়ে গিয়েছে স্থানীয় স্টেশনগুলির লোকাল ট্রেনগুলিও।
রেলের ধানবাদ ডিভিশনের এই দুর্ঘটনায় তার প্রভাব পড়ে লোকাল এবং দূরপাল্লার রেল চলাচলে। কালকা থেকে হাওড়াগামী ডাউন নেতাজি এক্সপ্রেসকে তেঁতুলমারি স্টেশনে থামিয়ে দেওয়া হয়। আবার হাওড়া থেকে বিকানেরগামী প্রতাপ এক্সপ্রেসও ধানবাদ স্টেশনে থমকে যায়।