গুয়াহাটি : বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে কাহিলীপাড়ার বাড়ির বাইরে পর্যন্ত সারা রাত অপেক্ষা করেছে জনসমুদ্র। কখনও বলা হয়েছে রাত আড়াইটেয় আসবে, কখনও ৩টে, কখনও ৪টে। আসেনি দেহ।
জায়গা ছাড়েননি মানুষও। প্রিয় গায়কের গান গেয়ে চলেছে অপেক্ষা। অনেকে শুয়ে থাকেন রাস্তার উপরে। শেষ পর্যন্ত রবিবার সকালে জুবিন গর্গের দেহ নিয়ে বিমান নামে গুয়াহাটিতে।
বিমানবন্দর থেকে ‘হে শিল্পী তোমায় সশ্রদ্ধ প্রণাম’ লেখা গাড়ি বেরিয়ে আসতেই জুবিনের নামে জয়ধ্বনি দিতে শুরু করেন জনতা। ভিড়ের মধ্যেই মরদেহ পৌঁছয় কাহিলীপাড়ার বাড়িতে। রাস্তার দু’পাশে অগণিত মানুষের ভিড়। কেউ ছুঁড়ছেন ফুল, কেউ ফুলাম গামোসা। বহু জায়গাতেই গাড়ির কনভয় এগোতে বেগ পেতে হয়।

