পর পর দুটো ম্যাচে হার ভারতের, দ্রাবিড়কে পরামর্শ জাহিরের

 ব্যাক-টু-ব্যাক ম্যাচে হার টিম ইন্ডিয়ার! চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের ২-০ পিছিয়ে গিয়েছে ঋষভ পন্থের টিম। টিম ইন্ডিয়ার এহেন পারফরম্যান্সের পর দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে  পরামর্শ দিলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান। জাহির মনে করছেন দ্রাবিড় দলের লাগাম আলগা হাতেই ধরেছেন। রাশ এবার শক্ত করতে হবে। জাহিরের মতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পরিচিত আগ্রাসনটাই দেখতে পাওয়া যাচ্ছে না। গত রবিবার কটকের বারাবটি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৬ উইকেট হারিয়ে ১৪৮। জবাবে ১০ বল হাতে রেখে চার উইকেটে ম্যাচ বার করে নেয় প্রোটিয়া বাহিনী।

দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নেমে শুরুতেই রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। ২৯ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল প্রোটিয়া বাহিনী। বাভুমা ওপেন করতে নেমেছিলেন রেজা হেনরিক্সের সঙ্গে। বাভুমা উইকেট ধরে রাখলেও হেনরিক্স (৪), প্রিটোরিয়াস (৪) ও ডুসেন (১) ফিরে যান। এরপর পাঁচে নেমে হেনরিক খেলাটা বুঝে নেনে। বাভুমার সঙ্গে জুটি বেঁধে ৪১ বলে ৬১ রান যোগ করেন তিনি। এরপর বাভুমা ৩০ বলে ৩৫ করে আউট হয়ে যান। হেনরিক ৪৬ বলে ঝোড়ো ৮১ রানের মারকুটে ইনিংস খেলেন। ৭টি চার ও ৫টি ছয় হাঁকান হেনরিক। ডেভিড মিলার এরপর ১৫ বলে ২০ রানের ইনিংস খেলে বাকি কাজটা সেরে ফেলেন।

ক্লাসেন-বাভুমা পার্টনারশিপের প্রসঙ্গে জাহির বলেন, “যখন ক্লাসেন-বাভুমার মধ্যে পার্টনারশিপ তৈরি হচ্ছিল। তখন ভারতীয় দল ঝিমিয়ে পড়েছিল। সেটা মাঠের মধ্যে ফুটে উঠেছিল।  রাহুল দ্রাবিড় অ্যান্ড কোং-কে এই বিষয়গুলো দ্রুত বুঝে নিতে হবে। তৃতীয় টি-২০ ম্যাচের আগে একটা গোটা দিন রয়েছে। দ্রাবিড়কে কড়া ভাষায় কথা বলতে হবে। দলটা বুঝে নিতে হবে। দেখতে হবে যে, ৪০ ওভারের লড়াইয়ের জন্য কোনটা ঠিক। প্রথম ম্যাচেও মনে হয়েছিল যে, ভারত চালকের আসনে ছিল। দ্বিতীয় টি-২০ ম্যাচেও কিন্তু বল হাতে ভারত শুরুটা দারুণ করেছিল। ভুবনেশ্বর কুমার অনবদ্য। কিন্তু ম্যাচটা শেষ করতে পারল না ভারত। চিন্তা বাড়ছে দলের। আগামীতে এই সিরিজে চাপ বাড়বে।” এখন দেখার ভারত তৃতীয় টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা! আগামীকাল বিশাখাপত্তনমে ভারতের তৃতীয় টি-২০ ম্যাচ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =