বারুইপুর : দু’পক্ষের বচসার জেরে ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। শনিবার গভীর রাতে বারুইপুর থানার মাদারাট পঞ্চায়েতের টগরবেড়িয়া এলাকায় একটি বাইক আটকায় স্থানীয় তিন যুবক। বাইকেও ছিলেন তিন জন। এত রাতে পাড়ার রাস্তায় তাঁরা কী করছেন, তা জানতে চান স্থানীয়রা। শুরু হয় বচসা।
অভিযোগ, বচসা থেকেই বাইক আরোহী এক যুবককে ছুরি নিয়ে আক্রমণ করে স্থানীয় যুবকেরা। ওই যুবক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিনজন সেখান থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় ওই যুবককে তাঁর দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

