বচসার জেরে হকি স্টিকের আঘাত, যুবকের মৃত্যুতে উত্তেজনা নৈহাটিতে

ব্যারাকপুর : বচসার জেরে এক যুবককে হকি স্টিক দিয়ে আঘাত করে মেরে ফেলার অভিযোগ উঠল নৈহাটিতে। মৃতের নাম বিশাল কুমার মিশ্র (১৯)। অভিযুক্ত পাড়ার একজন। অশান্তির সূত্রপাত নৈহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের লিচু বাগান দু’নম্বর লাইন এলাকায় জল নেওয়াকে কেন্দ্র করে। সোমবার সন্ধেয় যুবকের মৃত্যুর খবর পৌঁছতেই ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের শাস্তির দাবি ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পাড়ার কলে জল আনতে গিয়েছিল বিশাল। সেইসময় পড়শি বিনয় ঝা কলপাড়ে এসে বিশালের জলের বালতি সরিয়ে দেয় বলে অভিযোগ। বালতি সরানো ঘিরে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা বেধে যায়। মৃতের মাসি লাজবন্তী সাউয়ের অভিযোগ, বিনয়ের ছেলে প্রিন্স ঝা পিছন দিক থেকে ছুটে এসে বিশালের মাথায় হকি স্টিক দিয়ে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই বিশাল সংজ্ঞাহীন হয়ে পড়ে। চিকিৎসার জন্য ওকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে ওকে কল্যাণী জে এন এম হাসপাতাল এবং পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। ওই হাসপাতালেই সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। এদিকে বিশালের মৃত্যুর খবর নৈহাটির লিচুবাগানে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পড়শিরা। এদিন সন্ধেয় পড়শিরা একজোট হয়ে ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলের কঠোর শাস্তির দাবিতে সরব হন। মৃতের পরিবারের অভিযোগ, নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। যদিও ঘটনার দিন থেকেই বাড়ি ছেড়ে বেপাত্তা অভিযুক্ত বাবা ও ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্তদের খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 6 =