সেনা কর্মীর পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার যুবক

সেনা কর্মী পরিচয় দিয়ে এবং পুলিশের (Police) নাম করে এক যুবতীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের ঘটনায় এক যুবককে গণপিটুনি দিল স্থানীয় ক্ষিপ্ত মানুষ। এরপরই প্রতারক ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় গ্রামবাসীরা। ওই যুবতীর কাছ থেকে ২৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল ওই যুবক বলে অভিযোগ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সোহেল আখতার (২৫)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বোরুই গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া নন্দিবাটি গ্রামে। অভিযোগকারী যুবতীর নাম সারবানু খাতুন। তরুণীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গত ৩ সেপ্টেম্বর হরিশ্চন্দ্রপুর থানার রামশিমূল গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে ওই যুবতী। এরপর হরিশ্চন্দ্রপুর থানায় প্রেমিক ও তার পরিবারের সদস্যদের নামে অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের হতেই ওই যুবতীকে অপহরণ করে মেরে ফেলার হুমকি আসতে শুরু করে বিবাদীর পক্ষ থেকে বলে অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগছিলেন যুবতী। এরপর তার অসহায়তার সুযোগ নিয়ে ওই যুবক তাকে সেনা কর্মী পরিচয় দিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নাম করে তার কাছ থেকে তিন দফায় ২৬ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। রবিবার আরো ৪২ হাজার টাকা দাবি করে ওই যুবক। ওই যুবতী প্রতারণার স্বীকার হয়েছে বুঝতে পেরে এদিন সকালে মা ও ভাইকে সঙ্গে নিয়ে কাপাইচন্ডি এলাকায় টাকা দিতে আসলে যুবককে হাতে-নাতে ধরে ফেলে স্থানীয়রা। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, জেরায় টাকা নেওয়ার কথা স্বীকার করে যুবক। অভিযোগকারী সারবানু খাতুন বলেন, আমি থানায় মামলা করতে এসেছিলাম। সেই সময় নিজেকে সেনা পরিচয় দিয়ে উচ্চপদস্থ পুলিশদের বলে আমার কেস সামলানোর কথা দিয়ে টাকা নেয়। আবার চেয়েছিল ৪০ হাজার টাকা। আমি আমার বাড়ির লোকদের বলি। তারপর তাকে ধরা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nineteen =