নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: গলায় টাই, কোমরের বেল্টে ঝোলানো পরিচয়পত্র। সিভিল ড্রেসে হাতে ট্যাব নিয়ে মেল ট্রেনের স্লিপার ক্লাসের যাত্রীদের টিকিট চেক করছিলেন এক যুবক। আরপিএফের ট্রেন এসকর্ট পার্টির কর্তব্যরত অফিসারদের সন্দেহ হওয়ায় ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই জালিয়াতি ধরা পড়ে যায় বলে দাবি। ভুয়ো টিকিট পরীক্ষকের কাজের অভিযোগে গ্রেপ্তার করা হয় মনোজিৎ গোস্বামী নামের ওই যুবককে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ২৩ বছরের ধৃত যুবকের বাড়ি বিহারের জামুই জেলার ঝাঁঝা থানার অন্তর্গত ধুমাটোলি এলাকায়। আরপিএফ বর্ধমান পোস্ট সূত্রে জানা গিয়েছে, আগাম খবরের ভিত্তিতে রবিবার রাত ৮টা ৪০ নাগাদ হাওড়া-অমৃতসর আপ মেলে (১৩০০৫) ট্রেন এসকর্ট পার্টি অভিযান চালায়। সেই সময় ট্রেনের এস ৯ কামরায় অফিসারদের নজরে আসে এক যুবক সিভিল ড্রেসে হাতে ট্যাব নিয়ে টিকিট চেকিং করছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ওই যুবকের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেন কর্তব্যরত আরপিএফ অফিসার। এরপরই ওই যুবকে আটক করা হয়। ধৃত যুবকের কাছ থেকে একটি ট্যাব, একটি মোবাইল ফোন ও একটি আইডেন্টিটি কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক তাঁর দোষ স্বীকার করেছেন। পরবর্তীতে বাজেয়াপ্ত হওয়া সামগ্রী সহ ধৃত যুবককে বর্ধমান জিআরপি থানার হাতে তুলে দেওয়া হয়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে ইউ/এস ১৭০/১৭১/৪১৯/৪২০ আইপিসিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে।