কলকাতা: বয়স মাত্র ২০। পরিবারের দাবি কোনও রোগ ছিল না। তবে ইদানীং মোটা হয়ে যাচ্ছিলেন বলে জিমে জয়েন করেছিলেন বাঁশদ্রোণীর বাসিন্দা ঋত্বিকা দাস। জিম করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, মঙ্গলবার জিম করতে গিয়ে অসুস্থ হওয়ার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, আচমকা বুকে ব্যথা হচ্ছে বলে জানান ঋত্বিকা। আচমকা পড়ে যান। আর ওঠেননি। তাঁর চোখেমুখে জল ছেটানো হয়, বাড়িতে খবর দেওয়া হয়। তারপর তড়িঘড়ি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মাত্র তিন মাস আগে জিমে ভর্তি হয়েছিলেন ঋত্বিকা। তাঁর ওজন বেড়ে যাচ্ছিল বলে বাড়িতে জিমে ভর্তি হওয়ার বায়না করেছিলেন।
ঋত্বিকার বাবা পেশায় একজন অটোচালক। তাঁর পরিবারের তরফে বলা হয়েছে মেয়ের কোনও অসুখ ছিল না। কীভাবে কী হল কিছুই ভেবে পাচ্ছেন না তাঁরা। শোক যেন বাধ মানছে না কিছুতেই। জলজ্যান্ত মেয়েটা এভাবে জিম করতে গিয়ে আর ফিরবে না, তা কেউ ভাবতেও পারেননি।